General

It is a unified marketplace with a B2B and B2C platform. It offers a complete ecosystem with drop supplier, drop seller, and consumer market interfaces.

ড্রপ শিপিং একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনি পণ্য নিজে মজুদ না করেই অনলাইনে বিক্রি করতে পারেন। একজন গ্রাহক যখন আপনার ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার দেয়, তখন সেই অর্ডার সরাসরি আপনার সাপ্লায়ারকে চলে যায় এবং সাপ্লায়ার পণ্যটি ক্রেতার কাছে পাঠিয়ে দেয়।

আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিজের স্টোর তৈরি করতে পারেন। তারপর আমরা আপনাকে পণ্য যুক্ত করতে, অর্ডার ম্যানেজ করতে এবং পেমেন্ট সিস্টেম সেটআপ করতে সাহায্য করব।

হ্যাঁ, আমাদের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে যা আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। আমরা একটি "Zero Investment Starter Package"-ও অফার করি।

না, আপনাকে কোনো পণ্য নিজে মজুদ করতে হবে না। আপনার হয়ে সাপ্লায়ার পণ্য প্যাক করে ক্রেতার কাছে পাঠিয়ে দিবে।

ক্রেতা আপনার ওয়েবসাইটে পেমেন্ট করলে তা আপনার একাউন্টে জমা হয়। আপনি সাপ্লায়ারকে প্রফিট বাদ দিয়ে মূল পেমেন্টটি পাঠান।

আপনার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বজায় রাখতে আপনি নিজে বা আমাদের সহযোগিতায় কাস্টমার সার্ভিস পরিচালনা করতে পারেন।

হ্যাঁ, আমরা কাস্টম ডিজাইন, ডোমেইন, SSL, এবং SEO ফ্রেন্ডলি সাপোর্ট দিয়ে থাকি যাতে আপনার ব্র্যান্ড একটি প্রফেশনাল লুক পায়।

ডেলিভারি সময় সাধারণত ২-৫ কার্যদিবস, নির্ভর করে পণ্যের ধরন ও অবস্থান অনুযায়ী।

আমরা নির্দিষ্ট কিছু কন্ডিশনে রিটার্ন ও রিফান্ড সাপোর্ট দিয়ে থাকি, যেগুলো আপনি আপনার স্টোরে উল্লেখ করতে পারবেন।

আমাদের ২৪/৭ কাস্টমার সাপোর্ট টিম রয়েছে যারা আপনাকে চ্যাট, ইমেইল, বা ফোনে সহায়তা প্রদান করবে।

 

Drop Supplier Account

Drop supplier will receive a notification to process the order, it is your responsibility to prepare, pack and ship the orders.

We recommend the one time order checking and you do not need to add extra manpower to monitor the orders.

1.  Go to seller center orders and reviews.
2.  Go to Return Orders then Return Initiated.
3.  Click Return OR Return & Refund Button.

Register at href="https://www.dropshippingbangladesh.com/home/be-a-drop-supplier" target="_blank">https://www.dropshippingbangladesh.com/home/be-a-drop-supplier> and follow the steps. Always check the correctness of spelling to avoid inconvenience in the future.

1.  Prepare at least three Suppliers' names.  Your name will be integrated into our online marketplace owners.  
2.  Submit a copy of your Government issued ID (front and back) 
3.  Provide your bank details ( Bank Account Name and Account Number )
There are two main reasons for the payment subscription;
              1.  You will receive an account with a comprehensive e-commerce system to connect you to the drop sellers.
              2.  We will provide you with competitive sellers to market and promote your products.

Yes, Need to register as a supplier and seller separately.

আপনি Drop Shipping Bangladesh প্ল্যাটফর্মে সাপ্লায়ার হিসেবে রেজিস্টার করে আপনার পণ্য তালিকাভুক্ত করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর, আমাদের টিম ভেরিফিকেশন করে আপনার প্রোফাইল অ্যাক্টিভ করবে।

ড্রপশিপার যখন আপনার তালিকাভুক্ত পণ্য বিক্রি করবে, তখন সেই অর্ডার আমাদের প্ল্যাটফর্মে আসবে এবং আপনাকে ডেলিভারির জন্য নোটিফাই করা হবে। আপনি পণ্যটি প্যাক করে ডেলিভারি পার্টনারকে হস্তান্তর করবেন।

হ্যাঁ, আপনি প্রতিটি পণ্যের হোলসেল প্রাইস নিজেই নির্ধারণ করতে পারবেন। ড্রপশিপাররা সেটার ওপর তাদের প্রফিট যুক্ত করে বিক্রি করবে।

পেমেন্ট সাধারণত অর্ডার ডেলিভারি নিশ্চিত হওয়ার ৫-৭ কার্যদিবসের মধ্যে আপনার নির্ধারিত বিকাশ/নগদ/ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হয়।

আপনাকে নিয়মিতভাবে আপনার স্টক আপডেট করতে হবে। যদি কোনো পণ্য স্টকে না থাকে, তা দ্রুত ইনঅ্যাক্টিভ করে দিন যাতে গ্রাহক ভুল করে অর্ডার না দেয়।

যদি পণ্য ত্রুটিপূর্ণ হয় বা ভুল পণ্য ডেলিভারি হয়, তাহলে সাপ্লায়ার হিসেবে আপনাকে সেটি রিটার্ন/রিপ্লেসমেন্ট ম্যানেজ করতে হবে। আমাদের প্ল্যাটফর্ম এই ক্ষেত্রে মধ্যস্থতা করে সঠিক সমাধান নিশ্চিত করে।

 

হ্যাঁ, আপনি ইলেকট্রনিকস, ফ্যাশন, হেলথ, হোম ডেকর সহ একাধিক ক্যাটাগরির পণ্য তালিকাভুক্ত করতে পারেন — তবে সব পণ্যে আমাদের নীতিমালা প্রযোজ্য।

আপনার সাপ্লায়ার ড্যাশবোর্ডে প্রতিটি নতুন অর্ডার নোটিফাই হবে। আপনি অর্ডার কনফার্ম করে প্রক্রিয়া শুরু করবেন এবং ডেলিভারি আপডেট দিয়ে থাকবেন।

 

আপনার প্রোডাক্ট কনটেন্ট ও ইমেজ ব্যবহার করার জন্য প্ল্যাটফর্মে নিয়মকানুন রয়েছে। কেউ ভুল বা ক্ষতিকরভাবে ব্যবহার করলে তা রিপোর্ট করলে আমরা দ্রুত ব্যবস্থা নেই।

 

হ্যাঁ, আপনি যে পণ্য সাপ্লাই করেছেন তা নিয়ে ক্রেতা ফিডব্যাক দিলে সেই রেটিং/রিভিউ আপনার প্রোডাক্ট ও প্রোফাইলে দেখা যাবে, যা বিশ্বাসযোগ্যতা তৈরি করে।

Drop Seller Account

We only provide website, website maintenance, and technical support while we cannot extend our marketing support per subscriber.

We only provide website, website maintenance and technical support while we cannot extend our marketing support per subscriber.

Register Here and follow the steps.
To avoid inconvenience in the future, always double-check the spelling

Requirements:
Prepare at least three e-commerce marketplace names.
Submit a copy of your Government issued ID (front and back)
Provide your bank details ( Bank Account Name and Account Number )

Prepare at least three e-commerce marketplace names.  
Submit a copy of your Government issued ID (front and back) 
Provide your bank details ( Bank Account Name and Account Number )

You only need to pay the subscription fee to start selling.

Profit margin depends on how you mark up the items. 

The shipping fee is computed by the volumetric per supplier.  

We will provide suppliers with a wide range of product selections.

You will get full access to your marketplace from the back-end system, promotion, financial functions, advertising, and many more.

The initial pricing of your website is the cost of the products but you can always check the cost in the product catalog.  
In your admin dashboard, go to Mark Up under Finance.  You can adjust your mark at Up anytime in just a few clicks.

The supplier will do the real time update of the inventory.  Once the inventory is finished, it will automatically hide from your website.

The customer cannot place an order on the products with zero inventory because it will automatically hide from the website.

Dropbizs.com will be handling the supplier-related issues but rest assured that our target for delivery is 100% completion.

আপনি আমাদের প্ল্যাটফর্মে সেলার (ড্রপশিপার) অ্যাকাউন্ট খুলে নিজের অনলাইন স্টোর তৈরি করতে পারেন। এরপর, সাপ্লায়ারদের পণ্য যুক্ত করে সেগুলো নিজের প্রফিটসহ বিক্রি করতে পারবেন।

আপনি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সাপ্লায়ারদের পণ্য নির্বাচন করে আপনার স্টোরে যুক্ত করবেন। আপনার কাছে কোনো ইনভেন্টরি রাখতে হবে না — সাপ্লায়ারই পণ্য পাঠাবে।

সাপ্লায়ার একটি হোলসেল প্রাইস নির্ধারণ করে দেয়। আপনি তার উপর নিজের পছন্দ অনুযায়ী প্রফিট মার্জিন যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করবেন। বিক্রয়ের পর প্রফিট আপনার হয়ে থাকবে।

গ্রাহক আপনার ওয়েবসাইট/স্টোর থেকে অর্ডার করলে সেটি আপনার ড্যাশবোর্ডে আসবে। আপনি সেটি কনফার্ম করে সাপ্লায়ারকে ফরোয়ার্ড করবেন এবং ডেলিভারির স্টেটাস ট্র্যাক করতে পারবেন।

হ্যাঁ, আমরা আপনাকে একটি প্রফেশনাল ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং, SSL, এবং ডিজাইন সেটআপ করে দিই — যা সম্পূর্ণভাবে কাস্টমাইজড।

 

ক্রেতা আপনার স্টোরে পেমেন্ট করলে টাকা আপনার একাউন্টে জমা হবে। এরপর আপনি সাপ্লায়ারকে তার পণ্যমূল্য (wholesale price) পাঠাবেন এবং নিজের প্রফিট রেখে দেবেন।

 

আপনি নিজেই আপনার ব্র্যান্ডের হয়ে কাস্টমার সার্ভিস পরিচালনা করবেন। চাইলে আমাদের সাপোর্ট টিম থেকেও সহযোগিতা নিতে পারেন।

 

অবশ্যই! আপনি চাইলে আপনার স্টোরের থিম অনুযায়ী ফ্যাশন, গ্যাজেট, হেলথ, বেবি প্রোডাক্টস ইত্যাদি ক্যাটাগরি থেকে সাপ্লায়ারদের পণ্য বেছে নিতে পারবেন।

 

আমাদের রিটার্ন/রিফান্ড পলিসি অনুযায়ী, আপনি গ্রাহকের অভিযোগ যাচাই করে তা সাপ্লায়ার ও আমাদের সাপোর্ট টিমের সহযোগিতায় ম্যানেজ করবেন।

হ্যাঁ, আপনি আপনার স্টোরের পণ্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইত্যাদিতে প্রমোট করতে পারবেন। আপনি চাইলে আপনাকে Drop Shipping BD টিমের মাধ্যমে মার্কেটিং সার্ভিসও দিতে পারি।

 

হ্যাঁ, Drop Shipping Bangladesh আপনাকে একটি নিজস্ব ব্র্যান্ড তৈরি করার প্ল্যাটফর্ম দেয়। আপনি নিজের স্টোর, লোগো, ডিজাইন, পণ্যের নাম — সবকিছু নিজের মতো করে গড়তে পারবেন।

 

Terms and Conditions

The terms and conditions may apply. You can check it here or review them before submitting your application.

Payments & Sales

All collected COD payments shall be remitted to I-Map Web Solutions, Inc.  Upload the proof of remittance on the website with the following details;

  • Supplier Name
  • Transaction Number
  • Amount of remittance


Sales withdrawals

  • All online payments will be credited to your account after successful delivery.
  • For COD, credit of sales will take place after validation of sales remittance


 

All online payments will be credited to your account after successful delivery.

For COD, credit of sales will takes place after validation of sales remittance. 

 

Delivery & Shipment Process [ Fullfulment ]

The drop supplier is responsible for preparing the orders, packing and delivery.

Drop supplier will receive a notification to process the order, it is your responsibility to prepare, pack and ship the orders.

We consider two main reasons for item replacement;

1: Wrong item was delivered.

2: Damaged item received.


 

Features and Settings

For features and settings please refer to the manual provided or you can attend the series of webinars to learn how to maximize the functionality of your e-commerce platform.

  • আপনার ব্যবসা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে রিয়েল-টাইমে মনিটর করুন।

  • লাইভ চ্যাট, ইমেইল, কল

  • ক্রেডিট কার্ড, পেপাল, বিকাশ, নগদ